Bios Black Mode Problem

  •  

বর্তমানে নতুন কম্পিউটার গুলোতে বায়োস এর পরিবর্তে নতুন ইউইএফাই (UEFI) ব্যবহার করা হচ্ছে। বায়োস এবং ইউইএফাই উভয়ে লো লেভেল সফটওয়্যার হোলেও এই দুইয়ের মদ্ধে বেশ কিছু পার্থক্য আছে । কম্পিউটার চালু হওয়ার পূর্বে এগুলো কাজ করে। কিন্তু ইউইএফাই বায়োসের তুলনায় অনেক আধুনিক, মর্ডান, দ্রুত এবং নিরাপদ।

fdgfdg   hgfhgf      ghghgn  ghgh  

বায়োস কি?

dfgfd

ইউইএফাই কি?

ইউইএফআই এর পূর্নরুপ হল ইউনিফাইড এক্সটেনসিবল ফার্মওয়্যার ইন্টা‌র্ফেস (Unified Extensible Firmware Interface)। এটি ১৯৯৮ সালে তৈরি করা হলেও ২০০৫ সালে প্রথম ব্যাবহার করা হয়। বায়োসের পরিবর্তে এখন কম্পিউটারে এটি ব্যবহার করা হয় এবং এটিও মাদারবর্ডে যুক্ত থাকে। সাধারনত এটিও বায়োসের মতই কাজ করে। কম্পিউটার চালু হওয়ার সময় সকল হার্ডওয়্যার এবং সিস্টেম চেক করে দেখে কোন সমস্যা না থাকলে কম্পিউটার সফলভাবে স্টার্ট হয় আর ডুয়াল বুট  থাকলে কোন অপারেটিং সিস্টেমে স্টার্ট হবে তা জানতে চায়। কিন্তু যখন কোন হার্ডওয়্যারে সমস্যা থাকে তখন এটি বায়োসের মত বিপ সাউন্ড করেনা বরং কোন হার্ডওয়্যারে/সিস্টেমে কি সমস্যা তা দেখায় এক্ষেত্রে আপনাকে কোন সাউন্ডের মানে জানতে হয়না। এছাড়াও এর ইন্টার্ফেস অনেক সুন্দর এবং সহজ যা যে কেও সহজে বুজতে পারে এবং সেটিংস করতে পারে।

rgtrgrgrt

 

 

jgjghjgh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Menu